স্টাফ রিপোর্টারঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর টিউশন ফির উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই এই ভ্যাট নিজেরাই পরিশোধের ঘোষণা দিয়েছে তিন বিশ্ববিদ্যালয়। এ তিন বিশ্ববিদ্যালয় হলো- ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি।
রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ভ্যাটবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকেও মূলত এমনটাই বলা হচ্ছিল।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অনিন্দিতা পাল সাংবাদিকদের বলেন, ‘রোববার বিশ্ববিদ্যালয়ের একটি সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী তিন বছর শিক্ষার্থীদের কোনো প্রকার বেতন বাড়ানো হবে না। এছাড়া সরকার যে ভ্যাটের কথা বলেছে, সেটাও শিক্ষার্থীদের দিতে হবে না। আমরাই সেটা পরিশোধ করবো।’
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মোনা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনবিআরের সিদ্ধান্ত অনুসারে, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাটের টাকা নেয়া হবে না। আর এ পর্যন্ত শিক্ষার্থীরা ভ্যাট বাবদ যে টাকা দিয়েছে, সেটাও ২০১৬ সালের স্প্রিং সেমিস্টারের সঙ্গে সমন্বয় করা হবে।’
বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনার করে সিদ্ধান্ত নিয়েছেন যে, ভ্যাটের টাকা বিশ্ববিদ্যালয়ই পরিশোধ করবে।’