ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সন্ধান মেলেনি নগরকান্দার নিখোঁজ প্রতিবন্ধী রুনার

Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় রুনা আক্তার (২৯) নামে এক মানসিক প্রতিবন্ধী গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে মানসিক প্রতিবন্ধী হওয়ায় ভালোভাবে কথা বলতে পারে না।
রুনা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের করিম মোল্লার মেয়ে । রুনার সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন তার পরিবার।
এ বিষয়ে ২৪ এপ্রিল নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের পরিবার।
নিখোজের ভাই মোঃ ফারুক মোল্লা জানান, গত ২৩ এপ্রিল ২০২৩ সকাল আনুমানিক সকাল ১১ টার সময় কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে রুনা পার্শ্ববর্তী তালমা বাজারে পায়ে হেটে অজ্ঞাত স্থানে চলে যায়।  এর পর থেকে তার কোনো সন্ধ্যা পাইনি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে একটি হালকা হলুদ রংয়ের থ্রি পিস।
রুনা তার নাম, বাবার নাম, ঠিকানা কিছুই বলতে পারে না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রুনার সন্ধান পেয়ে থাকেন তাহলে ফরিদপুরের নগরকান্দা থানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে। এছাড়া নিখোজের পরিবারের সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ০১৭৯১১৯৩৮৩৭।
http://www.anandalokfoundation.com/