13yercelebration
ঢাকা

নাটোরের নলডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরন

Link Copied!

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৩- ২৪ অর্থ বছরের কৃষি প্রণোদনার আওতায় ৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও কীটনাশক সার বিতরণ করা হয়েছে।  বুধবার দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ প্রনোদনার বীজ সার বিতরণের উদ্বোধন করেন নাটোর – ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত  উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহজ কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর প্রমুখ। পরে উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৩ হাজার ৭০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ প্রণোদনার আওতায় ৭০০ জন কৃষক পাবে ২০ কেজি গরম বীজ, ১০ কেজি ডিএপি সার,১০ কেজি এমপি সার। ২৮০ জন কৃষক পাবে ২ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি সার,১০ কেজি এমপি। ২ হাজার ৩১০ জন কৃষক পাবে ১কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। ৭০ জন কৃষক পাবে ১০ কেজি চিনা বাদাম, ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি। ১৪০ জন কৃষক পাবে শীতকালীন বীজ ১কেজি, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। ৪০ জন পাবে ৫ কেজি মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি।  ১১০ জন পাবে ৫ কেজি মশুরের বীজ, ৫ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। ৫০জন পাবে ৮ কেজি খেশারি ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার।
১০০ জন কৃষক পাবে গ্রীষ্মকালীন ১ কেজি পিয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১১৫ গ্রাম বালাইনাশক, ৫০০ গ্রাম পলিথিন, ৫০০গ্রাম নাইলন সুতলি এবং জমি প্রস্তুত করার জন্য নগদ ২ হাজার ৮০০ টাকা করে।
http://www.anandalokfoundation.com/