13yercelebration
ঢাকা

নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

Link Copied!

নবীগঞ্জে আসন্ন শারর্দীয় দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে নবীগঞ্জ থানা প্রশাসনের উদ্যেগে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।  

১০ অক্টোবর মঙ্গলবার ১২ টায় নবীগঞ্জ আল হেলাল কমিউনিটি সেন্টারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুক আলীর সভাপতিত্বে এবং উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় এতে পুলিশের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওসি তদন্ত গোলাম মুর্শেদ,ওসি অপারেশন আব্দুল কাইয়ুম,ইনাতগঞ্জ ফাড়ি ইনচার্জ মোসলেহ  উদ্দিন,অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহ সভাপতি রঙ্গলাল রায়,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,রামকৃষ্ণ সংঘের সাধারন সম্পাদক উৎপল চৌধুরী পান্না, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম রায়,সাধারন সম্পাদক প্রানেশ দেব, উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টি ,মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক  অঞ্জন রায়।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ দাশ,সদর ইউনিয়ন সভাপতি সুবিনয় রায়,গৌতম পুরকায়স্থ,পিকলু চৌধুরী,ব্রজ গোপাল রায়,নৃপেশ সুত্রধর,বিধু ভূষন দাশ,বীর মুক্তিযুদ্ধা অবনী মোহন দাশ,কৃপেশ দাশ,নারায়ন দাশ,দিপক পাল,সুজিত পাল,গৌ রাঙ্গ লাল রাউত, শ্যামল চক্রবর্ত্তী, ইন্দ্রজিৎ সিংহ,শিলাপদ দাশ, লিটন দেব,নিতেশ দাশ,মাধব সরকার,ব্রজেন্দ্র দেবনাথ,শান্ত রবি দাশ, প্রমূখ।

সভার উপজেলা বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সাধারন সম্পাদকসহ নবীগঞ্জ থানার এসআই,এএসআই সহ পুলিশসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় থানা পুলিশের  পক্ষ থেকে জানানো হয় নবীগঞ্জে ৯৯টি পুজা মন্ডপের দূর্গোৎসব পালনে আইনশৃংলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। পুজানুষ্টানে সম্প্রীতি বিনষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।  পাশাপাশি প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নেতৃবৃন্দকে স্বচ্ছাসেবনিয়োগ ,সিসি ক্যামেরা স্থাপন,ডিজে সাউন্ড সিষ্টেম পরিহারসহ নৈশ প্রহরী নিয়োগে পরামর্শ দেয়া হয়।

http://www.anandalokfoundation.com/