13yercelebration
ঢাকা

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনকুল চন্দ্রের ১২৯ তম আবির্ভাব দিবস পালন

admin
September 19, 2016 10:58 am
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে গত শুক্রবার রাতে  নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১২৯ তম আবির্ভাব দিবস পালন করা হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদগ্রন্থাদি পাঠ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন।

সংগঠনের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং উৎসব কমিটির সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সহ-সভপতি রাখাল চন্দ্র দাশ, মৃম্ময় কান্তি দাশ বিজন, সাধারন সম্পাদক রশময় শীল, অর্থ সম্পাদক  ডাঃ মিহির লাল সরকার, সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র দাশ, শিক্ষক নিখিল সূত্রধর, শিক্ষক সুব্রত চন্দ্র দাশ, ইরেশ গোপ, তাপস চন্দ্র বনিক, প্রনয় চন্দ্র পাল, শংকর গোপ, কাজল চন্দ্র আচার্য্য, বিজিত দেব, দিপন চন্দ্র দাশ, নয়ন চন্দ্র দাশ, প্রদীপ দাশ, সুশান্ত শীল, নয়ন সরকার, লিটন শীল, পল্লব আচার্য্য, বৌদ্ধ গোপ, দিপ্ত গোপ প্রমূখ। ঝমকালো সাংস্কৃতিক অনুষ্টােেন সংগীত পরিবেশন করেন চ্যানেল এস শিল্পী বিন্দু বাবু,ওস্তাদ শ্রী নিবাস দাশ, ওস্তাদ রাখাল চন্দ্র দাশ, অজিত কুমার দাশ, ফুলন দাশ, মাধবী সরকার রিমি, জয়িতা দাশ প্রমূখ।  অনুষ্টান শেষে  প্রসাদ বিতরন করা হয়। বক্তারা বলেন, মানব জাতির পথ প্রদর্শক হিসাবে  যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্র ১২৯৫ সালের ৩০শে ভাদ্র পাবনা জেলার হেমায়েতপুর এ অবর্তীন হয়েছিলেন। তাই আদর্শ জীবন গঠনে সবাইকে তাঁর প্রেরিত ধর্মীয় অনুশাসন  অনুসরন করা প্রয়োজন।

http://www.anandalokfoundation.com/