13yercelebration
ঢাকা

ধামইরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

নওগাঁর ধামইরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। ‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দিক্ষা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, ইউ আর সি ইন্সট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আবু ইউসুফ মোঃ বদিউজ্জামান বকুল প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, শিশু বান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এজন্য সরকার প্রত্যেকটি বিদ্যালয় আধুনিকায়ন করার প্রক্রিয়া চলমান রেখেছে। শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলেই সরকারের ব্যয় সার্থক হবে।

আলোচনা সভায় উপজেলার ১১২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুন্দর হাতের লেখায় ক গ্রুপে ৩ জন, খ গ্রুপে ৩ জন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে ৩ জন এবং খ গ্রুপে ৩ জন শিক্ষার্থীকে পুররস্কার প্রদান করা হয়।

http://www.anandalokfoundation.com/