14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার আগস্ট 21, 2025
শিরোনাম

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ও যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সাক্ষাৎ

খাদ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর গতিশীল ও আধুনিকায়ন অপরিহার্য -বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

সাগর-রুনির সন্তানের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

কোটালীপাড়ায় আটকের পর পুড়িয়ে ফেলা হলো ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল

আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সিলেটে বন্ধ থাকবে পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন

Link Copied!

সিলেটে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন জ্বালানি পাম্প ও সিএনজি স্টেশনের মালিকরা।

মঙ্গলবার (৩০ মে) বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরী এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, গত শুক্রবার সকালে সদর উপজেলার পীরেরবাজার আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ছাত্রলীগের নামে কয়েকজন দুর্বৃত্ত জ্বালানি কিনতে এসে ক্রেতাদের সারি ভেঙে প্রবেশ করেন। এসময় ফিলিং স্টেশনের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করেন। এতে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনার পরদিন ফিলিং স্টেশনের মালিকপক্ষ মামলা করে। কিন্তু প্রথমে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। এছাড়া প্রথমদিনই মামলার আসামিরা জামিন নিয়ে নেন। এতে আমরা ফের হামলার আশঙ্কা করছি। তাই দোষীদের বিচারের দাবিতে এ ধর্মঘট আহ্বান করেছি।

তিনি আরও বলেন, সিলেটের বিভিন্ন সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্পে প্রায়ই এভাবে সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই হামলা করে। এতে পাম্প ও স্টেশন মালিকরা ক্ষতিগ্রস্ত হন। কিন্তু প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ নেয় না। তাই এর প্রতিবাদ হিসেবেও আমাদের এ ধর্মঘট।

http://www.anandalokfoundation.com/