13yercelebration
ঢাকা

দুর্নীতি প্রতিরোধে সততা সংঘ গঠন করা হবে

admin
August 19, 2015 8:40 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) মো. বদিউজ্জামান বলেছেন, ‘দেশের ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘ গঠন করা হবে। নিজেদেরকে দুর্নীতি হতে দূরে রাখা এবং দুর্নীতি প্রতিরোধ করাই হবে সততা সংঘের কাজ।

খুলনা সার্কিট হাউজে বুধবার সকালে শুদ্ধাচার এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। নাগরিক সেবা নিশ্চিতকরণ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষে খুলনা বিভাগীয় প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন। দুদক চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, ‘২২টি জেলা থেকে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় দুদক কার্যালয় স্থাপন করা হবে। এর ফলে জনগণ তাদের অভিযোগগুলো সহজে দুদককে জানতে পারবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দুর্নীতির র‌্যাংকিং থেকে আমরা সামান্য মাত্র এগিয়েছি। সকলের সহযোগিতা নিয়ে, দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোকে শক্তিশালী করে এবং সততা সংঘগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সামানের দিকে এগিয়ে নিতে চাই।

সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।

সেমিনারে জানানো হয়, প্রশাসনে শুদ্ধাচার হলো নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ। রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রণয়ন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার কৌশলপত্র একটি আন্দোলন।

http://www.anandalokfoundation.com/