13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আবারো ঠাকুরগাঁওয়ে সড়কে ধান মাড়াই নিয়ে দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

Rai Kishori
June 28, 2020 5:05 pm
Link Copied!

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদরউপজেলা  ১০ নং জামালপুর ইউনিয়ন  ভোকদগাজী এলাকায়  নাওডোবা ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় একজন কৃষক নিহত হয়েছেন।
২৮ /০৬/২০২০ইং  আজ রবিবার বেলা  সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।সাবেক চেয়ারম্যান মোঃ দবিরুল ইসলাম জানান  শিবগঞ্জ টু নেকমরদ সড়কের  ভোকদগাজী নাওডোবা নামক স্থানে সড়কের উপর ধানমাড়াই কাজ করছিলেন,কৃষক  ধন দেব,সারবোঝাই একটি মহেন্দ্র ট্রলি পেছন থেকে এসে  ধানমাড়াই হোলারে ধাক্কা দেয়। এতে কৃষক ধন দেবের ঘটনাস্থলেই পা ভেঙ্গে যায় ।
পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত হয়েছেন  ঠাকুরগাঁও সদর থানার বিশ্বাসপুর গ্রামের কটকু রায়ের ছেলে, ধন দেব রায়( ৩৮) ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভিরুল মুঠোফোনে জানান,খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি।।
http://www.anandalokfoundation.com/