মাদারীপুরের ডাসারে উপজেলা সমাজসেবার পল্লী মাতৃকেন্দ্রের বরাদ্দকৃত, দ্বগ্ধ ও প্রতিবন্ধী পূণর্বাসান কার্যক্রমের ঋন গ্রহীতাদের মাঝে ক্ষুদ্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৬ আগস্ট) দুপুরে উপজেলায় এঋন বিতরণ করা হয়।
উপজেলা উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন উপস্থিত হয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় ডাসার মাদারীপুর এর পল্লী সমাজসেবা কার্যক্রমের ১০ জন ঋণ গ্ৰহীতার মাঝে ৫০,০০০/- টাকা করে ৫০০০০০/- পাঁচ লক্ষ ও পল্লী মাতৃকেন্দের ৭২৫০০০/- সাত লক্ষ ২৫ হাজার টাকা ১৫ জনের মাঝে এবং প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রম এর ১ জনকে ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট ১২,৭৫,০০০০/- বার লক্ষ পঁচাত্তর হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এছাড়া পল্লীমাতৃ কেন্দ্রের ৯ জন সম্পাদিকাদের মাঝে ১০০০/- করে মোট ৯০০০/- সম্মানী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আনোয়ার,উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস ও উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।