13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে দিনমজুরদের মাঝে ছাতা ও অন্যান্য উপকরণ  বিতরণ 

Link Copied!

দেশজুড়ে তীব্র তাপদাহের ফলে জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়ছে।এতে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষেরা।এসব খেটে খাওয়া দিনমজুর কৃষক ও ভ্যানচালক মানুষদেরকে মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে  ছাতা, পানি রাখার পাত্র ও খাবার স্যালাইন ও গ্লুকোজ বিতরণ করলেন, ডাসার উপজেলা ইউএনও।
মঙ্গলবার (১৪মে)বেলা ১২ টার দিকে উপজেলার বিভিন্ন স্থান গিয়ে ৮০ জন শ্রমিকদের মধ্যে এ উপকরণ বিতরণ করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ।
এসময় ছাতা ও অন্যান্য উপকরণ পেয়ে সাধারণ শ্রমজীবী মানুষেরা এই উদ্যোগকে স্বাগত জানায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,১৭৭২ সালের এই দিনে কালেক্টর বা জেলা প্রশাসকের যাত্রা শুরু হয়েছিল।প্রায় ২৫২ বছর আগে।এই শুভ দিনকে স্মরণ করে রাখার জন্য আমাদের জেলা প্রশাসন মহোদয় স্যার উদ্যোগ নিয়েছেন  দেশজুড়ে তাপপ্রবাহ চলছে এর মধ্যে খোলা জায়গায় যেসকল কৃষক, দিনমজুর কাজ করছে।তাদেরকে কিভাবে একটু স্বস্তি দেওয়া যায় এবং সচেতনতা করা যায়।সেই লক্ষ্যে তাদের মধ্যে ছাতা,পাঁচটি খাবার সাল্যাইন,পানি রাখার পাত্র ও গ্লুকোজ বিতরণ করা হয়েছে।
http://www.anandalokfoundation.com/