13yercelebration
ঢাকা

ঠাকুরগাঁওয়ে পাঁচ ছাত্রলীগ নেতা বহিঃষ্কার

admin
January 18, 2016 8:02 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ গত সোমবার ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দুই গ্র“পের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ৫ জনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিঃষ্কার করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এই বিবৃতিতে জানানো হয় , ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীর উপর হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জিএম সিরাজী মিজান , সৌরভ চন্দ্র দাস , খালেদ সিরাজী রকি , মাহাবুব আলম ও সাদ্দাম হোসেন সাদ্দামকে প্রাথমিক সদস্যপদ বাতিলসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য , গত সোমবার সারাদিন জুরে প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষে আধিপত্য     বিস্তারকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় পুলিশসহ অন্তত ৬জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনার ৬ দিন পর কেন্দ্রীয় কমিটি এই পদক্ষেপ নিল।

http://www.anandalokfoundation.com/