আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা করেছে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়।
শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুক্তা সেন, কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, অভিভাবক ফজলুল হক, শিক্ষক প্রীতি গাংগুলী প্রমুখ। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।
সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিভাবকদের সচেতন করা হয়। এছাড়াও এসব কর্মকান্ডে শিক্ষার্থীরা যেন না জড়ায় সেদিক নজর রাখার আহ্বান জানানো হয়।