স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদ্রাসার হাফেজ পড়–য়া ছাত্র আল-আমিনকে জবাই করে হত্যা কান্ডের ঘটনায় পুলিশ সাব্বির (১৬) ও হৃদয় (১৭) নামের দু’কিশোরকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের আড়পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
গত ৫ ডিসেম্বর নিহত আল-আমিনের জবাইকৃত লাশ উদ্ধারের পরদিন তার পিতা আঃ রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানাতে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আটক দু’কিশোরকে জিজ্ঞাসাবাদ শেষে বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, মাদ্রাসা ছাত্র আল-আমিন হত্যাকান্ডে জড়িত সন্দেহে দু’কিশোরকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তিনি সহ সঙ্গীয় পুলিশ ফোর্স শহরের আড়পাড়া গ্রামে এক অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মোচিকের শ্রমিক ডাবলুর বাড়ি থেকে তার পুত্র হাসান তারিক সাব্বির ও ব্যাবসায়ী মিল্টনের বাড়ি থেকে তার পুত্র ইয়াসিন আরাফাত হৃদয়কে আটক করে।
তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বেশ কিছু তথ্য মিলেছে। যা মামলার তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে পারছেন না। পুলিশ পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন চেয়ে ওইদিনই বিকালে তাদেরকে আদালতে সোপর্দ্দ করেছে।
উল্লেখ্য, শহরের আড়পাড়া গ্রামের সাউতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেনীর ছাত্র আল-আমিন গত ৩০ নভেম্বর ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয়েছিল। এর ৪দিন পর ওই গ্রামেই একটি নির্মানাধীন বাড়ির পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার কওে পুলিশ। পরদিন রাতে তার পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানাতে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই পুলিশ, র্যাব সহ আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম হত্যাকান্ডে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ পুলিশের হাতে ওই দু’কিশোর আটক হলেও তাদের আটক নিয়ে এলাকাতে নানা গুন্জন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেছে, আল-আমিনের লাশ উদ্ধারের পরদিনই প্রশাসনের একটি টিম ওই দু’কিশোরকে তুলে নিয়ে গিয়েছিল।