13yercelebration
ঢাকা

ঝিনাইদহে পরিবেশ আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

admin
September 26, 2018 8:55 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ নদী, গাছ, কৃষি, পরিবেশ ও দেশবাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরকে দূষণমুক্ত, পরিছন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচির অয়োজন করা হয়।

কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঝিনাইদহ জেলা সভাপতি খন্দকার হাফিজ ফারুক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সাবেক পৌর মেয়র আনিচুর রহমান খোকা, ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ এন এম শাহজালাল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।

সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল মালেক মিনা, মহিলা লীগ নেত্রী খোদেজা খানম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাজিম উদ্দিন জুলিয়াস, মানবধিকার কর্মী জে. কে. মৌ চৌধুরি, জঙ্গী বিরোধী ছাত্র ইউনিটের জেলা সভাপতি এস এম রবি, মাদার তেরেসা ব্লাড ব্যাংক এর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, সিও এনজিও ও এইডের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শহরের পোষ্ট অফিস মোড়ে শহর পরিষ্কার পরিছন্ন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

http://www.anandalokfoundation.com/