13yercelebration
ঢাকা

ঝালকাঠিতে সড়কের দু’পাশ পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করলেন জেলা প্রশাসক

admin
October 13, 2017 8:00 am
Link Copied!

সুতীর্থ বড়াল,ঝালকাঠিঃ- ঝালকাঠিতে সড়কের দু’পাশ পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করলেন জেলা প্রশাসক মো. হামিদুর হক।বৃহস্পতিবার সকালে পৌরশহরের সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে নবগ্রাম ব্রিজ পর্যন্ত জনসাধারনের চলাচলের সুধিার জন্য ৯ কিলোমিটার সড়কের দু’পাশের এ অভিযানের উদ্বোধন করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাহার আলী মিয়া, উপজেলা ভাইসচেয়ারম্যান লিয়াকত আলী খান, বাসন্ডা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোবারক হোসেন মল্লিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন, উপজেলা প্রকৌশলী আরিফ উদ দৌলা, টিটিসি উপপরিচালক সাদেকা সুলতানা প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান বলেন, সদর উপজেলার টিটিসি কেন্দ্র থেকে নবগ্রাম পর্যন্ত রাস্তার দু’পাশে আগাছাগুলো অনেক বড় হয়ে গেছে। ইতিমধ্যে এই ঝোপগুলোতে বেজি, সাপ, গুইসাপ ও শিয়াল বসবাস শুরু করে। এ কারণে রাতে পথচারীরা নিরাপদে চলাচল করতে অসুবিধা হচ্ছে। এ জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পভুক্ত অর্ধেক নারী পরিচ্ছন্নতা কর্মীদের কাজে লাগানো হয়েছে।

জেলা প্রশাসক মোঃ হামিদুল হক জানান, আগাছা জনিত ঝোপঝাড়ের মধ্যে বিষাক্ত অনেক প্রাণি বসবাস করে। এরা সন্ধ্যা হলে রাস্তায় অবাধ বিচরণ করে। যার ফলে সন্ধ্যা হলে পথচারীদের চলাচল করতে কিছুটা ভয় পাচ্ছে। এ ঝোপ-ঝাড় পরিস্কারের মাধ্যমে স্থানীয় পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবে।

ক্যাপশনঃ- ঝালকাঠির টিটিসি ভবন থেকে নবগ্রাম পর্যন্ত সড়কের দু’পাশের ঝোপ-ঝাড় পরিস্কার অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। এসময় সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানসহ উপস্থিত অতিথিবৃন্দ।

http://www.anandalokfoundation.com/