13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপির বৈঠক

Link Copied!

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে শুরু হয়ে বেলা ৪টার দিকে শেষ হয়।

বৈঠক মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন উইংয়ের চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে বিএনপি মহাসচিবসহ অন্যরা একে-একে সবাই বেরিয়ে যান। এ সময় উপস্থিত সাংবাদিকরা বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানতে চাইলে কোনো উত্তর দেননি বিএনপি নেতারা।

http://www.anandalokfoundation.com/