13yercelebration
ঢাকা

ছাতকে বানিকান্দি এডুকেশন ডেভেলপমেন্ট ট্রাস্টের আত্মপ্রকাশ

Brinda Chowdhury
December 20, 2020 7:36 pm
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দিস্থ শিক্ষা উন্নয়ন মূলক সংগঠন ‘বানিকান্দি এডুকেশন ডেভেলপমেন্ট (বিএড) ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে। রোববার দুপুরে আলোচনাসভা ও শিক্ষা উপকরন বিতরণের মধ্যদিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। গ্রামের ৯১নং নওয়াগাঁও প্রাইমারি স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএড ট্রাস্টের মেন্টর মাওলানা বিলাল আহমদ।

ট্রাস্টের যুগ্ম সম্পাদক এমরান হোসেন ও মাদ্রাসা বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ জামিলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক রুহুল করীম শিবলু। বক্তব্য রাখেন, ৯১নং নওয়াগাঁও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আলাছ উদ্দিন, ৯২নং সদুখালি নওয়াগাঁও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা সুহেলা রানা, ইউপি সদস্য তুরন মিয়া, স্থানীয় নাজমুল ইসলাম মুসা, ইকবাল হোসেন, নুরুল আমিন রওশন, সংগঠনের প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মারুফ ও সদস্য রফিক মিয়া। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, ট্রাস্টের দাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, সৌদি প্রবাসী সদর মিয়া, গ্রীস প্রবাসী জাকির আহমদ, তুর্কি প্রবাসী খয়ের আহমদ, ইতালী প্রবাসী মাসুম আহমদ, ইতালী প্রবাসী আব্দুল্লাহ মুহাম্মদ জুবায়ের, ট্রাস্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ফরিদ আহমদ ও নির্বাহী সদস্য ইতালী প্রবাসী শাহীন আহমদ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাশহুদ আহমদ। এসময় মুরব্বী তারা মিয়া, আসদ আলী, উরুস আলী, তবুল খয়ের, মনসুর আহমদ, কামাল উদ্দিন, হেলাল মিয়া, ফয়েজ আহমদ, আবু বকর সাজু, সুলেমান আহমদ, সজীব আহমদ, হাফিজ সাইদুল আমিন, মারজান আহমদ, সুফিয়ান আহমদ, ট্রাস্টের সভাপতি রাজিকুল ইসলাম, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল শহীদ, স্কুল বিষয়ক সম্পাদক মিতারুল আমিনসহ প্রমূখ উপস্থিত ছিলেন। সভাশেষে গ্রামের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়

http://www.anandalokfoundation.com/