প্রতিবেশী ডেস্কঃ চাচাতো ভাইয়ে মেয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এক যুবকের। পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনাও করেছিল তারা। সেই পরিকল্পনা অনুযায়ী, রবিবার রাত বারোটার দিকে ভাতিজিকে বাড়ি থেকে আনতে গেলে ফুফুর বাধার মুখে পড়ে ওই যুবক। ওই সময় রাগে ফুফুর গলায় কোপ দেয় ওই যুবক। গুরুতর আহত অবস্থায় আরতি মল্লিক(৫৪) নামে ওই মহিলাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁর মৃত্যু হয়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের ভাতারের ভাটাকুল গ্রামে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। এ ঘটনায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক। যদিও মেয়েটির বাবার দাবি, মেয়েটি ওই যুবককে বিয়ে করার জন্য রাজি ছিল না।