13yercelebration
ঢাকা

গোলাপগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিবহন শ্রমিকদের ধর্মঘট স্থগিতের ঘোষণা

admin
February 12, 2017 9:52 am
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সিএনজি অটোরিক্সা ভাংচুর ও সংঘর্ষকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ আপাতত নিরসন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় শর্ত সাপেক্ষে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ অনির্দিষ্ট কালের ধর্মঘট স্থগিত করেন। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গোলাপগঞ্জ মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
মামলা দু’টিতে শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করায় সর্বস্তরের জনতার মধ্যে স্বস্তি নেমে এসেছে। গত শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে গোলাপগঞ্জ তথা পূর্ব সিলেটের জীবনযাত্রা অচল হয়ে যায়। অবর্ণীয় দূর্ভোগের মধ্যে পড়েন যাত্রী সাধারণ। জনগণের দূর্ভোগ নিরসনের লক্ষে গোলাপগঞ্জ বিশিষ্ট নাগরিকরা দুপুরে পৌরসভায় এক জরুরী বৈঠকে মিলিত হন।
পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, বিশিষ্ট ব্যবসায়ী রুহেল আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এখান থেকে একটি প্রতিনিধি দল উভয় পক্ষের সঙ্গে পৃথক পৃথক ভাবে বৈঠক করে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।
এ সময় উভয় পক্ষ আর কোন অপ্রীতিকর ঘটনায় না জড়ানোর ব্যাপারে আশ্বস্থ করেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন গতকাল বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবহন শ্রমিক নেতৃত্ব ও গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন।
বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সিরাজুল ইসলাম, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর মোহাম্মদ আব্দুর নাসের, শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সিলেট ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সেক্রেটারী মোহাম্মদ জাকারিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আব্দুল গফুর, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সিএনজি অটোরিক্সা চালক সমিতির (২০৯৭) এর সভাপতি মতছির আলী, গোলাপগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী বেলাল আহমদ প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এনামুল হক এনাম, আবুল কাশেম রুমন, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইয়াজদান চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, বিশিষ্ট ব্যবসায়ী সাইকুজ্জামান চৌধুরী শিমু, বিশিষ্ট সমাজসেবী দেলওয়ার হোসেন খান দুল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, লেখক ও কবি আলীম উদ্দিন বাবলু, পরিবহন শ্রমিক নেতা আবুল হোসেন, হুমায়ুন আহমদ, গোলাপগঞ্জ সিএনপি অটোরিক্সা চালক সমিতির সাবেক সভাপতি কামাল আহমদ, শ্রমিক নেতা আজ্জাদ আলীসহ গোলাপগঞ্জ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ।
মতবিনিময় সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এ সময় তাদের দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার ও ২০ ফেব্রুয়ারীর মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবী জানান। তাদের দাবীর প্রতি উপস্থিত সবাই একমত পোষণ করলে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের ঘোষিত অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
http://www.anandalokfoundation.com/