14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে যৌথ অভিযানে ৩৫ কোটি টাকার বনভূমি উদ্ধার: ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিআইডি
June 28, 2025 8:27 pm
Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ গাজীপুর সদর উপজেলায় পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৬ দশমিক ৯০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। ঢাকা বন বিভাগের আওতাধীন গাজীপুর জেলার রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটের বোকরান মনিপুর মৌজায় সদ্য নির্মিত ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উল্লেখ্য, উচ্ছেদকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। অভিযানটি পরিচালনায় অংশ নেয় গাজীপুর সদর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশ।

বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এবং বনভূমি দখলের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

http://www.anandalokfoundation.com/