13yercelebration
ঢাকা

খুলনায় হরতালে মাঠে নেই জামায়াতের নেতাকর্মী

admin
November 23, 2015 12:03 pm
Link Copied!

খুলনা প্রতিনিধি: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে খুলনায় রাস্তায় দেখা যায়নি দলটির কোনো নেতাকর্মীকে। আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা থাকায় হরতালের পক্ষে কোনো পিকেটিং কিংবা মিছিলও করতে পারেনি দলটি।

শনিবার দিনগত রাতে যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে দেশব্যাপী হরতালের ডাক দেয় দলটি।

আজ এ হরতালে সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খুলনা মহানগরী ও জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে হরতাল চললেও নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোরতার কারণে জামায়াত-শিবিরের কর্মীরা হরতালে রাজপথে নামতে পারেনি।

তিনি জানান, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীতে পুলিশের কড়া নজরদারি রয়েছে।

এর আগে গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল ডাকে জামায়াত।

http://www.anandalokfoundation.com/