13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দিলেন

admin
May 14, 2016 12:48 pm
Link Copied!

খুলনা প্রতিনিধি: ক্রিসেন্ট জুট মিলের আন্দোলনরত শ্রমিকরা খুলনা আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন

শনিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় শ্রমিকরা আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেন।

মিল কর্তৃপক্ষ বুধবার রাতে মিলের শ্রমিককর্মচারী ইউনিয়নে সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনকে চাকুরিচ্যুত করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা আন্দোলনে নামেন। সোহরাব হোসেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএননসিবিএ ঐক্য পরিষদেরও আহ্বায়ক

দ্বিতীয় দিন শনিবার ভোর থেকে মিলের উৎপাদন বন্ধ রেখে গেটের সামনের সড়কে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা।

সমাবেশ থেকে বেলা সাড়ে ১১টায় ক্রিসেন্ট জুটমিল সিবিএ সভাপতি দ্বীন ইসলাম জানান, খুলনা আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসে তাদের আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। শ্রমিকদের কাজে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যায় সংসদ সদস্যের সঙ্গে তাদের সোহরাব হোসেনের চাকরি পুনর্বহাল নিয়ে বৈঠকের কথা রয়েছে।

মিল কর্তৃপক্ষ বুধবার রাতে মিলের নোটিশ বোর্ডে সোহরাব হোসেনকে চাকরিচ্যুত করা সংক্রান্ত নোটিশ টানিয়ে দেয়। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দেয়। আর শ্রমিক নেতা সোহরাবকে চাকরিতে পুনর্বহাল দাবি জানিয়ে দিনের আল্টিমেটাম দিয়েছেন শ্রমিক নেতারা।

মিল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার রাতে ক্রিসেন্ট জুট মিলের সাধারণ সম্পাদক
মো. সোহরাব হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে এমন নোটিশ টানানোর পর রাতেই শ্রমিকদের মাঝে উত্তাপ ছড়িয়ে পড়ে। শ্রমিকরা মিল অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করে। সময় উত্তেজিত শ্রমিকরা মিলে ভাঙচুর করে

http://www.anandalokfoundation.com/