13yercelebration
ঢাকা

কেন্দুয়ায় বিদ্যুত লাইনে গাছের ডাল পড়ে ১৯ গ্রাহকের মিটার বিকল

admin
October 25, 2018 9:53 pm
Link Copied!

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি ॥ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় রেইট্রির গাছের ডাল কাটার সময় কাটা ডাল পল্লীবিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর পড়ে ১৯ গ্রাহকের মিটার বিকল হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার (বড়বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। মিটার বিকল হয়ে যাওয়ায় বর্তমানে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন ওই গ্রাহকরা।

এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রাহকরা গত বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লীবিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিবরণে জানা গেছে, পাঁচহার (বড়বাড়ি) গ্রামের রহমত আলীর ছেলে সারোয়ার গত রবিবার সকালে পল্লীবিদ্যুৎ সঞ্চালন লাইনের উপরে থাকা তার রেইট্রিগাছের একটি বড় ডাল কাটার সময় কাটা ডালটি বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়।

এতে বিদ্যুৎ লাইনটি ছিড়ে গেলে সঙ্গে সঙ্গে ওই গ্রামের গ্রাহক আব্দুল ছোবান, জয়সুরন, বোধন, সুবনাত, সুবাস, নিরাঞ্জন, গৌরাঙ্গ, নিতাই, নিখিল, রিটন, রবি, কদ্দুস আলী, সাজেদা, আলী হোসেন, হযরত আলী, সিদ্দিকুর রহমান, জাহেদ মিয়া, আতাব উল্লাহ, ইদ্রিস মৌলানাসহ অন্তত ১৯টি মিটার বিকল হয়ে হয়ে যায়। মিটার বিকল হয়ে পড়ায় ওই পরিবারগুলোর স্কুল-কলেজ পড়–য়া ছেলে-মেয়েসহ তাদের দৈনন্দিন কাজে চরম ব্যাঘাত ঘটছে।
এদিকে খবর পেয়ে রবিবারই পল্লীবিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ইনজিনিয়ারসহ তাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিকল হওয়া মিটারগুলো নিয়ে যায়।

পল্লীবিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় সারোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/