কুড়িগ্রাম(প্রতিনিধি) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিন্দু পরিবারের এক গৃহবধুকে(২৮) ধর্ষনের চেষ্টা করা হয়েছে।
এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ বড়ভিটা গ্রামে। লম্পট যুবক ওই এলাকার নুর হোসেনের ছেলে ছাদ্দাম হোসেন (৩৫)।
সোমবার দুপুরে গৃহবধুর স্বামী বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১০।
গৃহবধুর স্বামী শ্রী রনজিত চন্দ্র রায় জানান, তার স্ত্রী গত শনিবার বিকালে শুকানো পাট বাড়ীতে নিয়ে আসার সময় ওই লম্পট যুবক আমার স্ত্রীকে কাশেমের বাড়ীতে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এ সময় তার আত্মচিৎকারে বাড়ীর মালিক কাশেমসহ আমার ভাই ও বৌদি ঘটনাস্থলে আসলে লম্পট ছাদ্দাম পালিয়ে যায়। পরে এই বিষয়টি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল ধামা-চাপা দেওয়ার চেষ্টা চালান এবং কালক্ষেপণ করে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।