13yercelebration
ঢাকা

কুলাউড়ার টিলাগাঁওয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

admin
August 25, 2016 10:56 pm
Link Copied!

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ নানা আয়োজন আর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁওয়ে পালিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী।

অনুষ্টান সূচীতে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল বেলা স্থানীয় ঐতিহ্যবাহী লালবাগ জগন্নাথ জিউড় আশ্রম হতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন গ্রাম, বাজার পদক্ষিণ করে আবার আশ্রমে ইতি টানে। পরে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন লাল দেবের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, কুলাউড়া থানার এস আই কানাই চক্রবর্তী,শিক্ষক আদিত্য চন্দ্র দেব, সমাজকর্মী নৃপেন্দ্র পাল, টিলাগাঁও হিন্দু মহাজোটের সভাপতি বিরেন্দ্র বৈদ্য, লালবাগ সেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মাধব দেব,সাধারন সম্পাদক মন্তোষ দে, অর্থ সম্পাদক গৌরাঙ্গ সদয় দে, টিলাগাঁও পূজা কমিটির সভাপতি পলাশ চন্দ্র ধর,  জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি নান্টু চন্দ্র দেব, সাধারন সম্পাদক অসিম ধর প্রমুখ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ পদাবলী কীর্তন পরিবেশনা করেন নারায়ন মল্লিক সাগর। দিনব্যাপী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্টান মালায় প্রচুর ভক্তবৃন্দের উৎবমূখর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও কুলাউড়া উপজেলার রঙ্গিলকুল বিদ্যাশ্রম, মাগুড়া গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়, সিটিএস মন্দির সহ বিভিন্ন মন্দির ও সংগঠনের উদ্দোগে মহাসমারোহে সনাতনী ভক্তবৃন্দের শতষ্পূর্ত অংশগ্রহনে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

http://www.anandalokfoundation.com/