13yercelebration
ঢাকা

কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ি বিধ্বস্ত

admin
May 7, 2017 8:40 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে বিভিন্ন ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এক ঘণ্টার শিলাবৃষ্টিতে তেঁতুলিয়ার কয়েকশ ঘরবাড়ির টিন ঝাঝরা হয়ে গেছে। উড়ে গেছে টিনের চালা। অসংখ্য গাছ-পালা ভেঙে গেছে। বিছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।

শিলাবৃষ্টি ও বজ্রপাতে শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝড়ের পর তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস ও কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিকেলে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ কালবৈশাখীর সঙ্গে  শিলাবৃষ্টিতে ধান, মরিচ, ভুট্টা, পাট, তিলসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় মাপের শিলাবৃষ্টি হওয়ায় এসব ফসলের বেশি ক্ষতি হয়েছে তিনি জানান।

তেঁতুলিয়ার ইউএনও সানিউল ফেরদৌস শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিকভাবে ১১ হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে।

এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পরে তাদের সহযোগিতা দেওয়া হবে।

http://www.anandalokfoundation.com/