13yercelebration
ঢাকা

কালকিনির রমজানপুরে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম জন্ম জয়ন্তী উদযাপন

Link Copied!

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মন্ডল বাড়ি স্বর্গিয় সরলা দেবী প্রতিষ্ঠিত সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম জন্ম জয়ন্তী ও স্নান উপলক্ষে দুইদিন ব্যাপি মহা উৎসব ও হরিনাম কীর্তন আয়োজন করা হয়েছে।

ঢাকা রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সহ-সভাপতি ও উৎসব উদযাপন কমিটির সদস্য শ্রী রতন মন্ডল জানান দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শ্রীশ্রী হরিলীলামৃত ও গীতা পাঠের মাধ্যমে অধিবাস পরিচালনা ও উদ্বোধন করেন তারক ধামের উত্তরসূরি শ্রী অজয় গোঁসাইও শ্রীমতি শান্তি দেবী। এরপর রাত ৮ টায় আলোচনা সভা ও হরি সংগীত পরিবেশন করা হয়। রাত ৯ টা থেকে পরের দিন আজ বুধবার সারাদিন হরিনাম কীর্তন ও মহা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ ও প্রায় শতাধিক মতুয়ার দল জয় ডংকা, সিংগা, লাল নিশান, বাদ্যযন্ত্র নিয়ে হরিনাম কীর্তন করে অনুষ্ঠানের অংশগ্রহণ করেছে। পরিশেষে ভক্তদের মাঝে ঠাকুরের মহাপ্রসাদ প্রদান করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী জটাধর গোসাই, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বিমল কর, ঢাকার রমনা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের কার্যকরী কমিটির সভাপতি শ্রী কালীপদ মৃধা সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ হীরা, সদস্য সমীরন মন্ডল, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সিনেট সদস্য ও বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, সঞ্জু হালদার সহ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/