13yercelebration
ঢাকা

কামারখালী গড়াইনদীতে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

Rai Kishori
February 19, 2019 8:56 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ আজ মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তিথি। এই তিথিতে গঙ্গাস্নানে দেহ ও মন পূতপবিত্র হয়। সকল পাপ দূরীভূতসহ ভবিষৎ সকল জনকল্যান মূলক কাজে নিয়োজিত করাই এই তিথিতে স্নানের মূখ্য উদ্দেশ্যে।

মঙ্গলবার(১৯-০২-১৯) পবিত্র মাঘীপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ ও ভারতসহ সকল হিন্দুদের এই পবিত্র তিথিতে বিভিন্ন মন্দিরের সহযোগী পুরোহিতের মাধ্যমে গঙ্গাপূঁজা সহপবিত্র গঙ্গাস্নান কার্যক্রম সমপন্ন হয়।

এই উপলক্ষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী রাধাকৃষ্ণ নাটমন্দিরের সৌজন্যে কামারখালী গড়াই নদীতে পূরোহিতের সকল কার্যক্রম সমাপনান্তে শতশত পূর্নাথীকে ঠাকুর ঋসিতা আশ্চার্য্য মঙ্গলবার(১৯-০২-১৯) পবিত্র গঙ্গাস্নান সমপন্ন করান। গঙ্গাস্নানের সময় শংখধ্বনী, উলুধ্বনী ঢাক-ঢোলের শব্দে পুরা কামারখালী নাটমন্দির এলাকা এক পবিত্রতীর্থ ভূমিতে পরিনত হয়।

এ সময় মহিলা ভক্তবৃন্দ পরস্পর পরস্পরকে সিদুর পরিয়ে দেওয়ার মাধ্যমে গঙ্গাস্নানের অনুষ্ঠানসুষ্ঠ ও সুন্দরভাবে শেষ করা হয়।।

http://www.anandalokfoundation.com/