13yercelebration
ঢাকা

কামারখালী ইউনিয়ন-কে সন্ত্রাস, জঙ্গী, নেশামুক্ত এবং উন্নয়নশীল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই

admin
August 11, 2016 4:37 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ “আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ’’ আপনারা জানেন আমার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস বিশ্বাস আমার আব্বা কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং এই কামারখালী ইউনিয়নে তিন তিন বার চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে জনগনের খেদমত করে গেছেন আজ নাই। দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার জন্য সবাই দোয়া করবেন। আমি তারই জ্যৈষ্ঠ পুত্র মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) আমিও বর্তমান কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ইউনিয়নের চেয়ারম্যান। সবাই আপনারা আমাকে প্রত্যক্ষ ভোটে ব্যালটের মাধ্যমে এবং জনগনের মতামতের রায়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের নিকট ঋণী। আপনাদের সবার আমার নিকট অনেক কিছু পাওয়ার আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের দাবি পূরনের আপ্রান চেষ্টা করবো। তাই আমি ইউনিয়ন বাসীর উদ্দোশ্য করে বলতে চাই আমার ইউনিয়ন নদী ভাঙ্গন এবং অনুন্নত ইউনিয়ন। আপনারা জানেন এই ইউনিয়নে তেমন কোন পাকা রাস্তা নাই, বিদুৎ বিহীন বেশির ভাগ গ্রাম, যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না, খেটে মানুষের সংখ্যা বেশি, চাকুরীজীবি কম, তাই আমাকে যেহেতু চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন আমি একটি কথাই বলতে চাই আমার সরকার উন্নয়নের সরকার, গরীব দুঃখী মানুষের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদের সরকার। সমস্ত কিছুর অপশক্তি হটিয়ে সোনার বাংলা গড়তে চান। সেই লক্ষে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই বাংলাদেশের জনগনের জন্য। আমি অঙ্গিকারা বদ্ধ হয়ে বলতে চাই আমিও অক্লান্ত পরিশ্রম করে আমার সরকারের মাধ্যমে আমার ইউনিয়ন বাসীর প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা উন্নত, নদী ভাঙ্গন বাধ, এই সরকারের আমলে পূরন করার আপ্রান চেষ্টা করবো, কেহ হতাশ হবেন না, সকল প্রক্রিয়ার কাজ সফল হতে চলেছে। আমি আরও বলতে চাই আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। কারন আমার এই ইউনিয়নের মধ্যে তাস জুয়া নেশাখোর ক্রেতা বিক্রেতা সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান হবে না। ইউনিয়নের মধ্যে হত্যা, গুম, এসিড নিক্ষেপ, অশ্লীল কার্যকলাপে কেহ জড়িত থাকবে না পুলিশও কাউকে হয়রানি করবে না। আমার পার্শ্ববর্তী আড়পাড়া ইউনিয়ন বাসীর জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই কামারখালী ইউনিয়নের মধ্যে কামারখালী বাজারে আপনাদের সচরাচর চলাচল। তাছাড়া সবার জন্য এই বাজার। তাই আপানাদের নিকট আমার দাবি আমার ইউনিয়ন বাসীর সাথে কেহ খারাপ ব্যবহার করবেন না। কারও সাথে কোন প্রকার ঝামেলায় জড়িত হবেন না। সবাই মিলেমিশে চলাফেরা করবেন বলে আশা রাখি। সর্বপরি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই কামারখালী ইউনিয়ন বাসীর জনগনের সুবিচার বিশ্লেষণ করে সুন্দর পরামর্শ দিয়ে সবার মাঝে থেকে মহতী উদ্দোগ নিয়ে সুন্দর ভাবে নৌকার মাঝি হয়ে ইউনিয়ন পরিচালনা ও ইউনিয়নকে উন্নত করতে পারি। সেই প্রত্যাশা নিয়ে ইউনিয়নবাসীর খেদমত করতে চাই- (আমিন)।

http://www.anandalokfoundation.com/