কাবিন ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুরুষ নিযাতন দমন আইন দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ-জার্মান হেল্প ফর ম্যান। এছাড়া, মানববন্ধন থেকে ডাক্তার আকাশ এর করা মামলাটিরও সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। চট্টগ্রাম এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় সংগঠনটির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে করার দাবি করেন। মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ফেনী জেলাার আহবায়ক আহসান হাবিব সহ ব্যবসায়ী মাহি কানক, রিজভি পামেল ও মোঃ জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া বলেন, কাবিন ব্যবসায়ীরা আমাদের সাজানো-গোছানো সংসার শেষ করে দিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরুষ ও সন্তানরা। এজন্য লিঙ্গ নিরপেক্ষ আইন ও পুরুষ নির্যাতন দমন আইন করার দাবি জানাচ্ছি। ডাক্তার আকাশের স্ত্রী এখন জামিন নিয়ে আমেরিকাতে পালাতক এরকম হাজারো আকাশের ঘটনা সারা বাংলাদেশে হচ্ছে যা মিডিয়াতে আসে না, পুরুষের নীরব কান্না কেউ শোনে না।