13yercelebration
ঢাকা

সাতক্ষীরায় করোনার জনসচেতনতায় কাজ করছে সেচ্ছাসেবক দল

Rai Kishori
May 17, 2020 7:26 am
Link Copied!

মোশাররাফ সাতক্ষীরা :জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল’র নির্দেশনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষকে সচেতন করতে কাজ করছে স্বেচ্ছাসেবক টিম।

করোনা সংক্রমণ রোধে যান ও জন চলাচল বন্ধে সাতক্ষীরার সব প্রবেশদ্বারসহ আন্তঃ উপজেলা প্রবেশ পথে চেক পোস্ট বসিয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।

শুক্রবার দিনব্যাপি জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত এ স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পয়েন্টে জনসচেতনতা ও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক কাজ করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমানের তত্বাবধানে তিনভাগে বিভক্ত হয়ে স্বেচ্ছাসেবককরা সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং বাইরে মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্বরোপ করেন।

শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা শহরের প্রবেশদ্বার, বিভিন্ন হাট বাজার ও দোকানপাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার প্রতি অনুরোধ জানান তারা। এসময় এক উপজেলা থেকে অন্য উপজেলায় প্রবেশ না করা এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতার অনুরোধ করা হয়।

http://www.anandalokfoundation.com/