14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ ২৫ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

ডেস্ক
June 25, 2024 7:01 am
Link Copied!

আজ ২৫ জুন বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

আজকের মেষ রাশিফলঃ মেষ রাশির জাতকরা কর্মক্ষেত্রে কিছু নতুন অধিকার লাভ করবেন। সন্তানের বিবাহের ভালো প্রস্তাব পাবেন। জীবনসঙ্গী কোনও কারণে আপনার ওপর রেগে থাকতে পারেন। তবে তাঁর রাগ দূর করার চেষ্টা করতে হবে আপনাদের। ছাত্রছাত্রীরা নিজের কেরিয়ার সংক্রান্ত কারণে চিন্তিত থাকবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সরস্বতীর পুজো করুন।

আজকের বৃষ রাশিফলঃ বৃষ রাশির জাতকদের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। বড়দের সঙ্গে কোনও কথা কাটাকাটি হতে পারে। কিন্তু তাঁদের পরামর্শ শুনলে ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। শত্রু প্রবল হবে আজ। আইনি মামলায় সাফল্য লাভ করবেন। পারিবারিক ব্যবসায়ে জীবনসঙ্গীর কথা শুনে কাজ করুন। মনের মধ্যে ধর্মীয় চিন্তাভাবনা উৎপন্ন হবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা বস্তু দান করুন।

আজকের মিথুন রাশিফলঃ মিথুন রাশির জাতকরা আটকে থাকা টাকা ফিরে পাবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ঋণের টাকা শোধ করে দিন। শান্তিপূর্ণ জীবন কাটাবেন। পারিবারিক ব্যবসায়ে সন্তানের সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়ে অংশীদার ও স্ত্রীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে থাকলে সফল হবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

আজকের কর্কট রাশিফলঃ কর্কট রাশির জাতকদের দীর্ঘদিন ধরে যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, তা আজ পেতে পারেন। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতের ফলে আর্থিক লাভ হবে। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের মনে নতুন চিন্তাভাবনা উৎপন্ন হবে। ব্যবসা বৃদ্ধি করতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

​​আজকের সিংহ রাশিফলঃ সিংহ রাশির জাতকরা বাবার সাহায্যে চাকরি ও ব্যবসায়ে আগত গভীর সমস্যার সমাধান করতে পারবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কে স্নেহ বাড়বে। প্রতিবেশী ও অন্য ব্যক্তির অনুভূতি বুঝতে হবে, তাঁদের অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। কারও বলা উপযুক্ত কথা শুনতে কোনও দোষ নেই। বিবাহযোগ্য জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। রোজগারের চেষ্টা করছেন যাঁরা, তাঁরা সাফল্য অর্জন করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

আজকের কন্যা রাশিফলঃ কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে শত্রুদের প্রতি সতর্ক থাকতে হবে, অন্যথা লোকসানের শিকার হতে পারেন। শত্রুরা আপনাকে সমস্যায় ফেলার সমস্ত ধরনের চেষ্টা করবে। পরিবারে কোনও সদস্যের স্বাস্থ্য দুর্বল হবে। অধিক দৌড়ঝাপ করতে হবে, অর্থ ব্যয় হবে। তবে ভয় পাবেন না। সন্ধ্যা নাগাদ স্বাস্থ্যোন্নতি হবে এই রাশির জাতকদের। মহিলা সহকর্মী ও আধিকারিকদের সাহায্য পাবেন। ছাত্রছাত্রীরা প্রযুক্তিগত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায়দের চাল দান করুন।

আজকের তুলা রাশিফলঃ তুলা রাশির জাতকরা শান্তিতে জীবন কাটাবেন। বাড়ির পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সম্পত্তি ক্রয় করার আগে সমস্ত দিক ভালো ভাবে খতিয়ে দেখে নিন। কারও বিবাদে জড়াবেন না। বাণী নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে, এর ফলে ভবিষ্যৎ দুশ্চিন্তা কমবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব জপ মালা পাঠ করুন।

আজকের বৃশ্চিক রাশিফলঃ বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসায়িক কারণে পরামর্শ নিতে হবে। তবে এ ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন। দুপুর নাগাদ মহিলাবন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। আজ সব স্থান থেকে প্রশংসা লাভ করবেন। প্রেম জীবন সুখে কাটবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন।

আজকের ধনু রাশিফলঃ ধনু রাশির জাতকরা পারিবারিক জিনিস ক্রয় করতে পারেন। ব্যয় বাড়বে। নিজের পরিস্থিতি অনুযায়ী কাজ করুন। দাম্পত্য জীবন সুখে কাটবে। জীবনসঙ্গীর ভালোবাসা পাবেন। পুরোন ঋণ থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি অনুভব করবেন। তবে কোনও না-কোনও কারণে ঋণ নিতে হতে পারে, তা শোধ করে দিন, তা না-হলে সেই ঋণ শোধ করা কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ে নতুন সাধন ব্যবহার করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

আজকের মকর রাশিফলঃ মকর রাশির জাতকরা আজ ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন। কেউ আপনার কাছ থেকে টাকা ধার চাইলে ভেবেচিন্তে দিন, কারণ সেই টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। পরিবারের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাড়িতে পুরনো বন্ধু বা কোনও অতিথি আগমন হতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য আজ ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। দরিদ্র ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।

আজকের কুম্ভ রাশিফলঃ কুম্ভ রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁরা আজ সাফল্য লাভ করবেন। লগ্নির ইচ্ছা থাকলে ভালো মুনাফা হতে পারে। বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবেন, কিন্তু তাঁদের চেষ্টা অসফল হবে। ধর্মীয় ও শুভ কাজে অর্থ ব্যয় হবে। ছাত্রছাত্রীরা শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

আজকের মীন রাশিফলঃ মীন রাশির জাতকদের সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা থাকলে আজকের দিনে সাফল্য অর্জন করবেন। বাবার বাড়ির তরফে মান-সম্মান পাবেন। অধিক দায়িত্ব পেতে পারেন এই রাশির জাতক। ব্যবসায়িক কারণে শহরের বাইরে যেতে পারেন। যাত্রা সফল হবে। চাকরিতে গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সন্ধ্যা নাগাদ সমস্যায় জড়াবেন। স্ত্রীর সহযোগিতা পাবেন এই রাশির জাতকরা। মা-বাবার স্নেহ পাবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুর আরাধনা করুন।

http://www.anandalokfoundation.com/