13yercelebration
ঢাকা

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভায় সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের প্রত্যয় ব্যক্ত

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য করার করার প্রত্যয় ব্যক্ত করে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুধবার সন্ধ্যায় কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে বিশেষ সাংগঠনিক সভায় নির্বাচনী আচরণ বিধি যথাযথ প্রতিপালনের মাধ্যমে ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন করে দলের মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে পুণরায় বিজয়ী করতে দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়। সভায় নির্বাচনী কম- কৌশল প্রণনয়ন করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক (অবঃ) অপূর্ব লাল হালদার, সহ-সভাপতি সাত্তার মোল্লা, মাইকেল মালাকার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সাগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, রেমন ভূইয়া, কাজী রিয়াজ, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ।

http://www.anandalokfoundation.com/