13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগরীর শতভাগ বর্জ্যশূন্য ঘোষণা করলেন দুই মেয়র

Rai Kishori
August 13, 2019 10:11 pm
Link Copied!

প্রতিশ্রুতি অনুযায়ী কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে মহানগরীকে শতভাগ বর্জ্যশূন্য ঘোষণা করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের দুই মেয়র।

আজ মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দুই মেয়র।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, জনগণের সহযোগিতা ছাড়া সিটি করপোরেশনের শতভাগ সফলতা সম্ভব না।

মেয়র বলেন, ‘অর্ধবেলা ১১ টা থেকে শুরু করে দুপুর ২টার মধ্যে সব অঞ্চল তাদের এলাকার কোরবানির পশুর বর্জ্য শূন্য বলে অবহিত করেছে। এর মানে আমরা ২টার মধ্যে সব বর্জ্য সরাতে পেরেছি।’

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘কোরবানির প্রথম দিনে যে বর্জ্য উৎপন্ন হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অর্ন্তগত সমস্ত ওয়ার্ড তার প্রায় শতভাগ অপসারণ করতে সক্ষম হয়েছে। জনগণের সহযোগিতার কারণেই নগরীকে দ্রুত বর্জ্যমুক্ত করা সম্ভব হয়েছে।’

তবে ঢাকার অভিজাত এলাকাগুলোতে কোরবানির পশুর বর্জ্যমুক্ত করা সম্ভব হলেও তুলনামূলক নিম্ন আয়ের মানুষের বসবাস যেসব এলাকায় সেসব এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

http://www.anandalokfoundation.com/