14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পিআইডি
August 10, 2025 10:20 pm
Link Copied!

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ও প্রচেষ্টায় আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত ঢাকার আবদুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন মালিক সমিতির সাথে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আগামী ৬০ দিনের মধ্যে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণপূর্বক আন্ত:মন্ত্রণালয় সভা আয়োজন করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনীর খসড়া প্রস্তুত করা হবে।

উপদেষ্টা বলেন, ইকোনমিক লাইফ উত্তীর্ণ মোটরযান সড়ক থেকে প্রত্যাহারের সময়ে মালিক এবং শ্রমিক যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার আন্তরিক। এ সময় নতুন মোটরযান ক্রয়ের নিমিত্তে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উপদেষ্টা আরো বলেন, সড়ক দুর্ঘটনায় কবলিত মোটরযানের মালিক ও চালকের বিষয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনাপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ই-লাইসেন্স সর্বক্ষেত্রে বৈধ বলে বিবেচিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দ্রুততার সাথে সরবরাহের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এ সময় উপদেষ্টা আরো বলেন, বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত অগ্রিম আয়কর এর বিধান পরিবর্তন করে প্রিজাম্পটিভ ট্যাক্স হিসেবে সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও সড়ক উপদেষ্টা দুর্ঘটনায় কবলিত পরিবহন শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য সচিবকে পদক্ষেপ নিতে বলেন এবং সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০০৫ সক্রিয়ভাবে চালু করার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/