14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্কুল মাঠে ফসল, বন্ধ খেলাধূলা

admin
November 15, 2016 6:31 pm
Link Copied!

দুলাল পাল স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ের চরচৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফসল চাষ হয়েছে।এতে দুই মাস ধরে শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের খেলাধূলা বন্ধ রয়েছে।মাঠটি ফসল ও দখলমুক্ত করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান,প্রধান শিক্ষিকাসহ এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিলেও কোন ব্যাবস্থা নিচ্ছে না প্রশাসন।

জানা যায়,চরচৌহাট প্রাথমিক বিদ্যালয়ে নামে ভেলুটিয়া মৌজার আরএস ৫১,৫২,৫৭,৫৯,দাগের ৪৯ শতাংশ জমি রেকর্ডভুক্ত। ওই মৌজারই ৪৮ দাগের ৮৮ শতাংশ জমি খেলার মাঠ হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে।এসব জমি স্কুলভবন ও খেলার মাঠ হিসেবে ব্যাবহার হয়ে আসছে।মাস দুই আগে এলাকাবসীর বাধা উপেক্ষা করে স্কুল মাঠে স্থানীয় আমজাদ হোসেন জোরপূর্বক মাশকালাই চাষ করে।

এ ব্যাপারে আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।তার ছেলে আলামিন খেলার মাঠের জমি তাদের দাবি করে ফসল রোপন করার কথা স্বীকার করেন।চরচৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধার শিক্ষিকা জিনিয়া আজাদ মাঠ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার কথা স্বীকার করেছেন।

 

http://www.anandalokfoundation.com/