আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দু’দল গ্রামবাসির সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক দুই ইউপি সদস্যসহ ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের ইউপি সদস্য মঞ্জু মাতুব্বরের সাথে সাবেক সদস্য লুৎফর মোল্যার সাথে এলাকার আধিপত্য গ্রাম্য দলাদলী নিয়ে রোববার (১০ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে মঞ্জু মাতুব্বরের সমর্থক রাসেলসহ কয়েকজন স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলো। এ সময় লুৎফর মোল্যার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
খবর পেয়ে মঞ্জু মাতুব্বরের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বড় বাহিরদিয়া গ্রামের খালেক শেখের পুত্র রাসেল শেখ প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এঘটনায় সোমবার নিহতের বড় ভাই জামাল শেখ বাদী হয়ে সাবেক ইউপি সদস্য আলিম মল্লিক ও লুৎফর মোল্যাসহ ৩৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-০৪, তারিখ ১১ ফেব্রুয়ারী ২০১৯ইং।
সালথা থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, রাসেল হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।