সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় কেক কেঁটে দৈনিক নওরোজ পত্রিকার ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। নওরোজের উপজেলা প্রতিনিধি জাকির হোসেনের আয়োজনে শনিবার (২৯ জানুয়ারি ) বিকাল ৫ টায় দৈনিক নওরোজ সালথা অফিসে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক মোঃ সেলিম মোল্যা, প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, দৈনিক দিনকালের প্রতিনিধি এফএম আজিজুর রহমান, দৈনিক আজকালের খবরের মনির মোল্যা, সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি শরিফুল হাসান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বিধান মন্ডল, নওরোজের উপজেলা প্রতিনিধি জাকির হোসেন প্রমূখ।
এসময় বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে দৈনিক নওরোজ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি নওরোজ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা।