সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৫ অক্টোবর) এক শোক বার্তায় মরহুম বদরুদ্দোজার রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, ঢাকার উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে ভোর সোয়া ৩টায় তিনি ইন্তেকাল করেন।