14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স সহ্য করা হবে না- ঝিনাইদহ ডিসি

admin
July 11, 2017 9:01 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১১ জুলাই’২০১৭ঃ  ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন বলেছেন, সন্ত্রাস,মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স সহ্য করা হবে না। যেকোন মূল্যে এদের প্রতিহত করা হবে। এজন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের সজাগ থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

আজ মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা পরিস্থিতি, জঙ্গীবাদ বিরোধী কার্যক্রম ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক আরো বলেন, সরকার শিক্ষাখাতকে অধিক গুরুত্ব দিয়েছে। সেজন্য স্কুল কলেজে লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের সঠিক সময়ে স্কুলে হাজিরা হতে হবে। তিনি আরো বলেন, যেসব স্কুলে বিদ্যুৎ ব্যবস্থা আছে, সেখানে ডিজিটাল অ্যাটেনডেন্স এর ব্যবস্থা করা হবে। স্কুল-কলেজে লেখাপড়ার অনিয়ম সহ্য করা হবে না। তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অনেক অফিসার আছেন, যারা বৃহস্পতিবার দুপুর ২ টার সময় অফিস ছেড়ে বাড়িতে চলে যান। আমি সারপ্রাইজ ভিজিট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।

এছাড়া তিনি এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যার কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং সেগুলি ক্রমান্বয়ে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

উজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, আলী হোসেন অপু, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক মাসুদ রানা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়ন খন্দকার, কৃষক হেলাল উদ্দীন, কৃষাণী মনোয়ারা বেগম প্রমুখ।

http://www.anandalokfoundation.com/