14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, আট সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যার নির্দেশ

ডেস্ক
August 19, 2024 2:13 pm
Link Copied!

আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এই সংশোধনীতে সংবিধানে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি, সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।

আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আট সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা করতে বলেছেন আদালত।

এর আগে, পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুসাশনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ নাগরিক রিট আবেদন করেন।

রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরীফ উদ্দিন ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীতে সংবিধানে কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনা হয়।

সংশোধনীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। একইসঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ সংশোধনীর মাধ্যমে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়।

এ ছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।

http://www.anandalokfoundation.com/