14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক

বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল 

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের  কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা

যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্যের কোটামুক্ত প্রবেশাধিকার দাবি

প্রধান নির্বাচন কমিশনার-সহ অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগে থাকবে বাছাই কমিটি -অধ্যাপক আলী রীয়াজ

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি চকলেট ঔষুধ এবং কসমেটিক্স সামগ্রী আটক 

বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালকের বৈঠক

আজকের সর্বশেষ সবখবর

শ‍্যামাপ্রসাদের আত্মবলিদানেই আজ জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গরাজ‍্য

Rai Kishori
June 24, 2020 11:36 am
Link Copied!

৬৭ বছর আগে ২৩ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-কে কাশ্মীরে পয়জন ইঞ্জেক্ট করে খুন করা হয়েছিল – জহরলাল নেহেরু ও শেখ আবদুল্লাহ-র মিলিত ষড়যন্ত্রে। শ্যামাপ্রসাদের আত্মবলিদানের জন্যই আজ জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য।
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহধর্মিণী এবং ভারত কেশরী শ্যামাপ্রসাদের মাতা যোগমায়া দেবী – নেহেরুর কাছে বার বার অনুরোধ করেছিলেন, তদন্ত কমিশন গঠন করে তাঁর ছেলের মৃত্যুরহস্যের সুরাহা করার জন্য। নেহেরু কর্ণপাত করেন নি,পাছে নিজের কুকীর্তি ফাঁস হয়ে যায়।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সিংহ বিক্রমে ঝাঁপিয়ে না পড়লে, পশ্চিম বঙ্গ পাকিস্তান হয়ে যেত। ইদানিং দেখা যাচ্ছে, ‘জয় বাংলা‘- স্লোগান দিয়ে পশ্চিম বঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে, পাকিস্তানে বিলীন করার ষড়যন্ত্র চলেছে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যদি জন্ম না হতো, হিন্দু বাঙালির কোনো হোমল্যান্ড থাকতো না। পার্টিশনের সময় মুসলমানদের হাতে বেধড়ক মার খেয়ে দেশ ছাড়া হওয়া বাঙালি হিন্দুরা কোথায় আশ্রয় পেত! অথচ নেমকহারামেরা আশ্রয়দাতাকে সাম্প্রদায়িক বলে ; আর দেশদ্রোহী জ্যোতি বসুর দলের চামচেগিরি করে গেছে একটানা ৩৪ বছর! এখন আবার তাদের আণ্ডা-বাচ্চারা জার্সি বদল করে, পাকিস্তানের এজেন্টদের হয়ে গুণ্ডামি করে বেড়াচ্ছে – ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে হিন্দুদের পিঠে ছুড়ি মারছে। নবপ্রজন্মের ওই সমস্ত বেইমানরা কী জানে না যে, সেক্যুলার ও কম্যুনিস্টরা ব্রিটিশ এবং মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান আন্দোলন সমর্থন করেছিল এবং বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল! তারা ওই সময় বলে বেড়াত ―
                                               “পাকিস্তান দিতে হবে
                                              পরে ভারত স্বাধীন হবে”
‘যত মত তত পথ’ কিংবা ‘দুধেল গাই’ – প্রভৃতি মুখরোচক শব্দজালের আড়ালে, বাঙালি হিন্দুদের সর্বনাশ সাধনের গভীর ষড়যন্ত্র চলছে। ‘মিনি পাকিস্তান’ – তত্ত্বের প্রবক্তাকে কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র বানানো হয়েছে। সুতরাং বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার স্বার্থে, শ্যামাপ্রসাদের রাজনৈতিক আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
কৃত্তিবাস ওঝা
http://www.anandalokfoundation.com/