14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাঅষ্টমী পূজা ও পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্র

Link Copied!

শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাঅষ্টমী পূজা আজ। সকাল ৯টা ৫৮ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীর মহা অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হবে। অষ্টমীর মূল আয়োজন কুমারী পূজা এবং সন্ধিপূজা। বেলা ১১টায় গোপীবাগের রামকৃষ্ণ মাঠে হবে কুমারী পূজা। বিকেল সোয়া ৫টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হবে সন্ধিপূজা।

মহা অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন।

অষ্টমীর তাৎপর্য নবরাত্রিতে পুষ্পাঞ্জলি

ফুলের বিশেষ তাৎপর্য রয়েছে। নবরাত্রির ৮ম দিনে অষ্টমীতে ফুল দেওয়া হয়। এরপর নিয়ম করে মহাগৌরীর পূজা করা হয়। এই সময়, ভক্তরা পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করে মা দুর্গাকে ফুল অর্পণ করেন। বাংলায় অষ্টমীর পুষ্পাঞ্জলির বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে সপ্তমীর রাতে এবং অষ্টমীর সকালে ফুল দেওয়া হয়।

পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে, ভক্তরা মা দুর্গার কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে বলেন। এটা বিশ্বাস করা হয় যে অষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্রে দেবী দুর্গা সন্তুষ্ট হন এবং ভক্তদের আশীর্বাদ করেন। মা দুর্গার কৃপা থাকে পরিবারের উপর। ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি থাকে।

প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্র

 ওম জয়ন্তী, মঙ্গলা, কালী, ভদ্রকালী, কপালিনী।

দুর্গা, শিব, ক্ষমা, ধাত্রী, স্বাহা, স্বধা, আমি তোমাকে প্রণাম জানাই।

এটি চন্দন সুগন্ধি ফুল বিল্ব পাতার তাল ॐ হৃণ দুর্গায়য় নমঃ।

দ্বিতীয় পুষ্পাঞ্জলি মন্ত্র

ॐ মহিষাঘ্নী মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী।

আমাকে দীর্ঘায়ু, স্বাস্থ্য ও বিজয় দাও, হে দেবী! আপনার প্রতি প্রণাম।

এটি চন্দন, সুগন্ধি ফুল এবং বিল্ব পাতার নৈবেদ্য।

তৃতীয় ফুল নিবেদন মন্ত্র হল

‘ওম সর্ব মঙ্গলা মাঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে।

হে তিন জগতের রক্ষাকর্তা, হে গৌরী, হে নারায়ণী, আমি তোমাকে প্রণাম জানাই।

আপনি সৃষ্টি, রক্ষণাবেক্ষণ এবং ধ্বংসের শাশ্বত শক্তি।

হে নারায়ণী, পুণ্যের উৎস, পুণ্যের উৎস! তোমার প্রতি প্রণাম।

হে গরীব ও দুঃখীদের রক্ষাকারী যারা তোমার আশ্রয় নিয়েছে

হে দেবী, সকল দুঃখ দূরকারী! নারায়ণী ! তোমার প্রতি প্রণাম।

কুমারী পূজা ছাড়াও আজ মহা অষ্টমীতে রাজধানীর শাঁখারী বাজার, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দিরসহ সারা দেশে বিভিন্ন মন্দিরে বেলা ১টার পর থেকে দিনভর প্রসাদ বিতরণ করা হবে।

এদিকে আজ বেলা ১১টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের শারদীয় দুর্গোৎসব। এ বছর সারা দেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে ঢাকায় মণ্ডপ ২৪৬টি।

এদিকে, গতকাল শঙ্খ, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা ও ঢাকের তালে সারা দেশে উদযাপন করা হয়েছে মহাসপ্তমী। অশুভের বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শুভ শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন অসুরবিনাশী দেবী দুর্গা। মহাসপ্তমীর দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, শ্রীশ্রী যমুনামাঈ আশ্রম ও মন্দির, স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, ধানমণ্ডি কলাবাগান মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, বাংলাবাজার পূজা কমিটি, নর্থব্রুক হল রোড, প্রতিদ্বন্দ্বী পূজামণ্ডপ, তাঁতীবাজার পূজা কমিটি, শঙ্ঘমিত্র শাঁখারীবাজার, পাণিটোলা, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি, হাজারীবাগ সুইপার কলোনি, মিরপুর কেন্দ্রীয় মন্দির, আজিমপুর সর্বজনীন পূজামণ্ডপ, বনানী পূজামণ্ডপ, গৌতমমন্দির, ভোলাগিরি আশ্রমসহ বিভিন্ন পূজামণ্ডপে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতিসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

http://www.anandalokfoundation.com/