এম এস আর মিরাজ, যশোর: যশোরের ঝিকরগাছায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় তার বন্ধু গুরুত্বর আহত হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রিমন (২২) চৌগাছা উপজেলার পোড়াহুদা গ্রামের রোকনের ছেলে আর তার বন্ধু দীপংকর (২২) ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের নিমাই দাশের ছেলে। তারা দুইজনে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের বিএ (সম্মান) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে বিএ (সম্মান) এর সমাজবিজ্ঞান বিভাগের শেষ পরীক্ষা ছিল। রিপন ও দীপংকর পরীক্ষা শেষে দুই জনে এক মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর ইটভাটার কাছে পৌছুলে বিপরীত থেকে আসা ধান বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের আঘাতে রিমনের মাথার ভেঙ্গে যায়। স্থানীয়রা তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
রাত সাড়ে ৯টার দিকে ডা. শাহিন তারেক রিমন খানকে মৃত্যু ঘোষণা করেন। কোতয়ালী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক( এস আই) লিটন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷