14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে শ্যালিকাকে হত্যার অভিযোগে দুলাভাই আটক

admin
August 4, 2016 8:12 pm
Link Copied!

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া গ্রামে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে শ্যালিকাকে গলাটিপে হত্যার অভিযোগে দুলাভাই মিজান বাঘাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহিদা আক্তার নিপা (১২) গোসাইরহাট উপজেলার লাকাচুয়া গ্রামের মানিক সরদারের মেয়ে ও মিজান একই গ্রামের আব্দুর রব বাঘার ছেলে।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে লাকাচুয়া গ্রামে গিয়ে নিপার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিপার খালাতো বোন জামাই মিজানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান তার স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে নিপাকে গলাটিপে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

http://www.anandalokfoundation.com/