লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ সোলায়মান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক স্থানীয় নবীনগর(সানকিভাঙ্গা) এলাকার শামছুদ্দোহার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই আবু সাইদ,মোতাহের হোসেন,পুস্প বরন চাকমাসহ সংঙ্গীয় ফোর্সসহ ধৃত অস্ত্রধারী সোলেয়মানকে গ্রেপ্তার করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, চন্দ্রগঞ্জ থানার বড় পুকুর পাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সোলায়মানকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একটি অস্ত্র মামলা রয়েছে। আটককৃত অস্ত্র বেচা কেনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলেও জানান ওসি।