14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাস্তায় ময়লা আর্বজনা ফেললে ৬ মাসের জেল

Rai Kishori
August 3, 2019 11:33 pm
Link Copied!

কামরুজ্জামান শাহীন,ভোলা॥  নিদিষ্ট স্থান ছাড়া কেউ রাস্তায় ময়লা আর্বজনা ফেলে রাখলে তাকে ভ্রাম্যামান আদালতের আওতায় এনে ৬ মাসের জেল দেয়া হবে বলে ঘোষনা দিয়েছেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

শনিবার(৩আগষ্ট) দুপুরে ভোলা প্রশাসকের সম্মেলন কক্ষে ”নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি” এ স্লোগান নিয়ে ভোলা জেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা সংক্রান্ত প্রস্তুতি মূলক সভায় জেলা প্রশাসক এই ঘোষনা দেন। এদিকে ভোলায় হাসপাতালে ডেঙ্গু রোগ পরীক্ষায় কিট এর সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ২৬ জন।

ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে সভায় আরো ঘোষনা করা হয়,আগামী ৫ আগষ্ট সকাল ৯ টায় এক যোগে পুরো জেলায় পরিস্কার পরিচ্ছন্নতা শুরু হবে। সকল প্রতিষ্ঠান ও বাসা বাড়ির ময়লা নিজ নিজ দায়িত্বে অপসরনের জন্য আহবান জানানো হয়। একই সাথে ভোলা শহরের খালসহ পুকুর ডোবার ময়লা আর্বজনা পরিস্কার করার হবে বলে জানান জেলা প্রশাসক।

সভায় এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদরে চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারন্যান মো: মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,ভোলা পৌরসভার প্যানেল মেয়র মো: শাহে আলম প্রমূখ।

সভায় এ ছাড়াও পৌর কাউন্সিলরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এদিকে ভোলা সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার জানান, জেলায় শনিবার পর্যন্ত ২৬ ডেঙ্গু রোগী আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তিরা ঢাকা থেকে এসে অসুস্থ হয়ে পড়েন। ভোলা সদর হাসপাতালে ১২০ টি ডেঙ্গু পরীক্ষার কিট রয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এছাড়া অন্য উপজেলা গুলোতে এখনো আসেনি। তবে বেসরকারি ডায়াগনেষ্টিক সেন্টারে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

http://www.anandalokfoundation.com/