14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাট একই পুকুর থেকে ২শিশুর লাশ উদ্ধার

Biswajit Shil
December 10, 2019 10:34 pm
Link Copied!

রতি কান্ত রায়,  কুড়িগ্রাম প্রতিনিধি :  ১০ডিসেম্বর মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাটে  একই পুকুর থেকে ২ শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের নুরুল হকের পুত্র ইয়াকুব আলী(৮) ও হোসেন আলীর পুত্র রাব্বী(৭) ১০ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ওইদিন বিকালে শিশু দু’টির লাশ বাড়ীর পাশে শাহালম মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ শিশু দু’টিকে এক নজর দেখতে ভিড় করতে থাকে।
ক্ষতিগ্রস্থ পরিবার দুটি জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে সকলের অগোচরে শিশু দু’টি পা ফসকে পানিতে পড়তে পারে বলে অনেকে ধারনা করছে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান মো:  এনামুল হক নিশ্চিত করেছেন।
http://www.anandalokfoundation.com/