14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

admin
December 7, 2016 7:15 pm
Link Copied!

যশোর প্রতিনিধি
যশোরে ছুরিকাঘাতে আবু সাইদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার খাজুরা বাজার এলাকায় ওই যুবকের ছুরিকাঘাত করা হয়। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। নিহত সাইদ সদর উপজেলার খাজুরা বাজার স্কুলপাড়ার আবুল খায়েরের ছেলে। এবং একই এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের বাবা আবুল খায়ের জানান, মঙ্গলবার রাতে হঠাৎ বাড়িওয়ালা মিজানসহ ৬/৭ জন সন্ত্রাসী বাড়িতে ঢুকে তাকে ও তার ছেলের স্ত্রী শিরিনাকে পেটাতে থাকে। এ সময় তার ছেলে সাইদ এগিয়ে এলে বাড়িওয়ালা মিজান তাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সাইদ গুরুতরভাবে আঘাত করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মিজানসহ সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রাতে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাইদকে মৃত ঘোষনা করেন।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চাকু দিয়ে সাইদকে ছুরিকাঘাত করায় মৃত্যু হয়েছে।

 

http://www.anandalokfoundation.com/